দশ দিন পর মালিকের বাড়ি ফিরলো আদমদীঘির সেই ছাগল

|

প্রতীকী ছবি।

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরের পার্কে ফুলগাছ নষ্ট করার ভুলে ১০ দিন পর মালিকের বাড়ি ফিরলো আদমদীঘি উপজেলার সেই ছাগল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ছাগলটি বুঝে পেয়েছেন এর মালিক সাহারা বানু। তবে ছাগলের এমন কাণ্ডে ভ্রাম্যমাণ আদালতের দেয়া অর্থদণ্ড দিতে হয়নি তাকে।

উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন এই পার্কে ঘাস খেতে ঢুকে কয়েকদফা ফুলগাছ নষ্ট করায় গেলো ১০ দিন ধরে আটক ছিলো ছাগলটি। ছাগলের ভুলে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশও দিয়েছিলেন এর মালিক সাহারা বানুকে।

সাহারার অভিযোগ ছিলো, জরিমানার টাকা দিতে পারেননি বলে তার ছাগল বিক্রি করে দিয়েছিলেন ইউএনও।

তবে আদমদীঘির ইউএনও সীমা শারমিন জানান, বিক্রি নয় ছাগলমালিক জরিমানা না দেয়ায় তাদের জিম্মায় ছিলো ছাগলটি।

৫ দিন উপজেলা পরিষদ আর ৫ দিন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে থাকার পর, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ছাগলটি বুঝিয়ে দেন সাহারা বানুর হাতে।

এর আগে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু নিজেই সাহারার পক্ষে জরিমানার অর্থ জমা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply