প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের গ্রাহক সেবা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের গ্রাহক সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে ক্রয় বিক্রয়ের কার্যক্রম দিন দিন জনপ্রিয় হচ্ছে; এ বিষয়ে ডাক বিভাগকে পিছিয়ে না থেকে যুগোপযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে গণভবন থেকে ডাক অধিদফতরের নতুন ডাক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজধানীর আগারওগাঁও এ লেটার বক্স আকৃতির ১৪তলার এই ভবনে থাকছে সর্বাধুনিক নানা প্রযুক্তি।

প্রধানমন্ত্রী বলেন, ডাক টিকিট একটি দেশের জাতীয় পরিচয় বহন করে। তাই, এই বিভাগের উন্নয়নে কাজ করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় পর্যন্ত কুলিং সেন্টার নির্মাণের নির্দেশ দেন। এই কুলিং সেন্টার নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উৎপাদিত পণ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পৌঁছে যাবে গ্রাহকের কাছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply