টাইব্রেকারে ২২ শটে গড়ালো ইউরোপা ফাইনাল, শিরোপা ভিয়ারিয়ালের

|

টাইব্রেকারে ২২ শটের পর নির্ধারিত হলো উয়েফা ইউরোপা লিগ শিরোপার ভাগ্য। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা ঘরে তুললো স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

পোল্যান্ডের গদানস্কে হাজার দশেক দর্শকদের সামনে শুরু থেকেই ম্যাচে দাপট রেখেছিলো রেড ডেভিলরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ওলেগানার শিষ্যরা। বিপরীতে প্রতিপক্ষের পোস্টে নিজেদের প্রথম শটেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ২৯ মিনিটে দানি পারেহোর ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন জেরার্ড মরেনো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংলিশ ক্লাবটি। ৫৫ মিনিটের গোলে দলকে সমতায় ফেরান এডিনসন কাভানি। এরপর নির্ধারিত সময় আর অতিরিক্ত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকে।

সেখানেও দুই দলের ১০ ফুটবলার নিজেদের শট জালে রেখে উত্তেজনা তুমুলে নিয়ে যান। এরপর দুই গোলরক্ষকের শটে নির্ধারিত হয় শিরোপা। এসময় নিজে গোল করে ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়ার শট ঠেকিয়ে নায়ক হয়ে যান জেরোনিমো রুলি।

৯৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা জয় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply