আইসিসি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মেহেদি মিরাজ, নবমে মোস্তাফিজ

|

আইসিসির সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে (ওডিআই) বোলিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন টাইগার স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ৭২৫ রেটিং পয়েন্ট তার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ শুরুর আগে পঞ্চম অবস্থানে ছিলেন বাংলাদেশ দলের ২৪ বছর বয়সী এই অফস্পিনার। চলতি সিরিজের দুই ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে এ অবিস্মরণীয় সাফল্য পেলেন মিরাজ । সুখবর আছে আরও। র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থানে উঠে গেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রানের বিপরীতে ৪ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট।

ওডিআই বোলিং র‍্যাংকিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আইসিসির কোনো র‍্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে প্রবেশ করলেন মেহেদি হাসান মিরাজ। এর আগে ২০১০ সালে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply