বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির

|

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উন্নীত হয়ে বাংলাদেশ অনন্য উদাহরণ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভোলকান বজকির।

এ সময় বাংলাদেশের মানুষকে সাহসী ও সংগ্রামী উল্লেখ করে ৭৫ তম সাধারণ পরিষদের এই সভাপতি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এদেশ যা করেছে তাও অতুলনীয় বলে উল্লেখ করেন। দু’দিনের সফরে ঢাকা এসে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। সে সময় ভাসানচর প্রকল্প নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয় তাকে।

সংবাদ সম্মেলনে ভোলকান বজকির বলেন, ভাসানচর প্রকল্প নিয়ে তিনি যে ধারণা পেয়েছেন তা ইতিবাচক। এই বার্তা সবাইকে জানাবেন তিনি। এছাড়া জাতিসংঘ সবদেশেই মুক্ত ও স্বাধীন গণমাধ্যম দেখতে চায় বলে মন্তব্য করেন ভোলকান।

আগামীকাল বুধবার (২৬ মে) কক্সবাজার রোহিঙ্গাক্যাম্প পরিদর্শন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply