ভারতে আবারও আন্দোলনে নেমেছেন কৃষকরা!

|

ঊর্ধ্বমুখী মৃত্যু-সংক্রমণের মাঝেই ভারতে আবারও আন্দোলনে নেমেছেন কৃষকরা। গতকাল সোমবার (২৪ মে) থেকে হরিয়ানায় শুরু করেছেন বিক্ষোভ।

আন্দোলনের ৬ মাস পূর্ণ হওয়ায় আগামীকাল বুধবার (২৬ মে) দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করার ডাক দিয়েছেন কৃষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকারও হুঁশিয়ারি তাদের। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুনভাবে এ আন্দোলন সংক্রমণের হটস্পট হতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, মহামারি পরিস্থিতিতে কৃষকদের আন্দোলন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

গত বছর সেপ্টেম্বরে তিনটি বির্তকিত কৃষি আইন পাস হয় ভারতীয় পার্লামেন্টে। শিল্পপতিদের পকেট ভারি করার স্বার্থেই এ আইন- এমন অভিযোগে রাজপথে নামেন কৃষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply