ঘূর্ণিঝড় ইয়াস: চট্টগ্রাম ও মোংলা বন্দরে আজই সকল জাহাজের পণ্য খালাস করার নির্দেশ

|

ঘূর্ণিঝড় ইয়াস: চট্টগ্রাম ও মোংলা বন্দরে আজই সকল জাহাজের পণ্য খালাস করার নির্দেশ

জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানার শঙ্কা। তাই আজকের মধ্যে সব জাহাজকে পণ্য খালাস করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এরই মধ্যে নিরাপদ দূরত্বে সরে গেছে অনেক লাইটারেজ ও মাদার ভেসেল। ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে এখন পর্যন্ত বন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে।

কর্মকর্তারা জানান, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত মিললেই কনটেইনার হ্যান্ডলিংসহ অন্যান্য কার্যক্রম বন্ধ করা হবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কয়েক পশলা বৃষ্টি ও দমকা হাওয়া বাদে আবহাওয়ায় আর কোনো প্রভাব নেই। তবে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রচারণা করছে কর্তৃপক্ষ। মোংলার আশপাশে কাঁচাঘরে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। যার বড় অংশই জেলে পরিবার। বিশুদ্ধ পানি নিশ্চিতে খুলে দেয়া হচ্ছে বন্দর স্কুল। প্রস্তুত আছে উদ্ধারকারী জাহাজও।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply