ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুতি চলছে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে

|

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুতি চলছে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে। কালকের মধ্যে পণ্য খালাস শেষ করে সব জাহাজকে বহির্নোঙ্গরে সরে যেতে বলা হয়েছে। ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রচারণা শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে আশপাশের এলাকায় কাঁচাঘরে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে খুলে দেয়া হচ্ছে বন্দর স্কুল। কমিয়ে আনা হচ্ছে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিধি।

অনেক লাইটারেজ জাহাজ নিরাপদ দূরত্বে অবস্থান করছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী জাহাজ। বন্দরের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগকে চিঠি দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply