সহসাই শুরু হচ্ছে না অধ্যাপক জামালের অভিবাসন

|

সহসাই শুরু হচ্ছে না, যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি অধ্যাপক সৈয়দ জামালের অভিবাসন প্রক্রিয়া। আনুষ্ঠানিভাবে এই প্রক্রিয়া শুরু হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানান তার আইনজীবি।

ব্রিফিংয়ে সৈয়দ জামালের আইনজীবি রেখা শর্মা বলেন, জামালের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তা স্বত্বেও তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র অভিবাসন পুলিশ আটক করার কারণেই। এছাড়াও বাংলাদেশি এই অধ্যাপকের কাজের অনুমতিপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রও ঠিক রয়েছে বলে জানান জামালের আইনজীবি। এদিকে, টেক্সাস থেকে মিসৌরি কারাগারে স্থানান্তর করা হয়েছে তাকে। ২৪ জানুয়ারি বাড়ির সামনে থেকে ৫৫ বছর বয়সী এ অধ্যাপককে গ্রেফতার করে অভিবাসন ও শুল্ক বাহিনী। নেয়া হয় দেশে ফেরত পাঠানোর উদ্যোগ। পার্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এ বাংলাদেশি তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply