ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনালের জয়

|

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা জোরালো হয়েছে ক্লাবটির।

জয় পেয়েছে আর্সেনালও। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ধরে রেখেছে আর্সেনাল।

আগের ম্যাচে লেস্টার সিটি চেলসির কাছে হেরে যাওয়ায় টেবিলের চারে ওঠার সুযোগ আসে ইয়ুর্গেন ক্লপের দলের জন্য। গত জানুয়ারিতে এই বার্নলির কাছে হেরেই পতন শুরু হয়েছিলো লিভারপুলের। প্রতিপক্ষের মাঠে লিভারপুলের হয়ে গোলগুলো করেছেন ফিরমিনো, ফিলিপস ও চেম্বারলাইন। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে এখন লিভারপুল, পয়েন্ট সমান হলেও গোলগড়ে পিছিয়ে লেস্টার।

এদিকে আর্সেনাল সুযোগ নিয়েছে টটেনহ্যামের পরাজয়ের। তারা ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৩-১ গোলে। আর এই জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা টিকে রইলো সাবেক চ্যাম্পিয়নদের। প্যালেসের মাঠে পেপের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে বেনটেকে সমতায় ফেরান প্যালেসকে। তবে ইনজুরি টাইমে মার্তিনেল্লি ও পেপে’র ২য় গোল জয় পাইয়ে দেয় গানারদের। টানা চতুর্থ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ৯ নাম্বারে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের ৬২, টটেনহ্যাম এবং টটেনহ্যাম ও এভারটনের পয়েন্ট সমান ৫৯।

ইতোমধ্যে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। আর ২য় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply