এবার পশ্চিম তীরে ইসরায়েলি হামলা; প্রাণ গেলো ৪ ফিলিস্তিনির

|

এবার পশ্চিম তীরে ইসরায়েলি হামলা; প্রাণ গেলো ৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনে থামার কোন লক্ষণ নেই ইসরায়েলি আগ্রাসন। মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২১৮ জনে; আহত দেড় হাজারের বেশি।

মঙ্গলবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করে অবরূদ্ধ উপত্যকায় চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। পশ্চিমতীরে সহিংসতায় জড়ায় উভয়পক্ষ। যাতে প্রাণ হারান আরও ৪ ফিলিস্তিনি।

এদিকে বসতবাড়ির পাশাপাশি হামাসের সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলি সেনাবাহিনীর মূল টার্গেট। পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে স্বাধীনতাকামী সংগঠনটিও। রাতভর ইসরায়েলি বিভিন্ন শহরে হামলা চালালে প্রাণ যায় আরও দু’জনের। সবমিলিয়ে ১২ জনের মৃত্যু হলো ইসরায়েলে। আহত তিন শতাধিক।

এ পরিস্থিতিতে ইহুদিরাষ্ট্রের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি নিয়ে নিন্দা-সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply