রোজিনা ইসলামকে হেনস্থার সাথে জড়িতদের বিচারের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

|

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তার সাথে জড়িতদের বিচার দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও রোজিনার পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে মন্ত্রণালয়ে যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ পরিবারের সদস্যরা।

ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনা ইসলামকে জামিন না দেয়া দুঃখজনক। সে এমন অপরাধ করেনি যেটা জামিন অযোগ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply