ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্রের মর্যাদা দেয়ার আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

|

অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্রের মর্যাদা দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনের আয়োজন করে শিক্ষক সমিতি। এসময় ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা জানান শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি জোটসহ সবাই ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে।

মোড়ল রাষ্ট্রের এমন নীতিতে ইসরায়েল আজ ধ্বংসযজ্ঞ চালানোর সাহস পাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply