২০২৬ পর্যন্ত ইতালিতেই থাকছেন মানচিনি

|

আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ইতালির কোচের দায়িত্বে থাকছেন রবার্তো মানচিনি। তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এর আগে, ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে ইতালির কোচের দায়িত্ব গ্রহণ করেন মানচিনি। তার অধীনে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটিতে জিতে ২০২০ ইউরোর মূলপর্বে পা রাখে ইতালি। এরপর চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২২ বিশ্বকাপ পর্যন্ত।

৫৬ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ১৯টি ম্যাচে জয় পেয়েছে ইতালি, হেরেছে দু’টিতে। উঠেছে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালেও।

এর আগে ক্লাব কোচিংয়েও সফল ছিলেন মানচিনি। তার অধীনেই প্রথমবারের ইংলিশ লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply