লকডাউনের নিয়মকানুন শিথিলের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

|

ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের বেশিরভাগ স্থানে লকডাউনের নিয়মকানুন শিথিলের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এতে করে নির্দিষ্ট সংখ্যক মানুষের উপস্থিতিতে সামাজিক আচার অনুষ্ঠান পালন, রেস্টুরেন্ট ও বারে যাওয়া এবং আলিঙ্গনের অনুমতি পেলো সাধারণ জনগণ। তবে এখনও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনসন।

তিনি বলেন, সকলে মিলে প্রচেষ্টায় আমরা আরেকটি মাইলফলক অর্জন করতে সক্ষম হলাম। তবে এই পদক্ষেপটি আরও বেশি সতর্কতার সাথে গ্রহণ করতে হবে।

জনসন আরও বলেন, সপ্তাহে অন্তত দু’বার সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। ভ্যাকসিন নেয়ার ডাক আসলে স্বতস্ফূর্ততার সাথে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

লকডাউন শেষে নিজেদের এই স্বাধীন জীবন উপভোগে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হবার আহ্বান জানান এই প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply