মিতু হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল আকতার

|

স্ত্রী মিতু হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি সাবেক পুলিশ সুপার বাবুল আকতার। আদালত থেকে কারাগারে নেয়া হয়েছে তাকে।

এর আগে ৫ দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় বাবুলকে আদালতে নেয়া হয়। ১৬৪ ধারায় জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের খাস কামরায় নেয়া হয় তাকে। তবে স্ত্রী মিতু হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় আদালত থেকে কারাগারে নেয়া হয়েছে বাবুলকে।

মিতু হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় গেলো ১২ মে নতুন করে দায়ের করা মামলায় বাবুলকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে নেয়া হয় পাঁচ দিনের রিমান্ডে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply