আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

|

আখাউড়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ৪ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে ভারতের ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া যমুনা টেলিভিশনকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত (১৩ মে) বৃহস্পতিবার থেকে (১৬ মে) রোববার পর্যন্ত এ ৪ দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ, এ স্থল সীমান্তপথে টানা ৪ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেয়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। কোভিড-১৯ পরিস্থিতিতে সীমান্ত বন্ধ হওয়ায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে বহির্গমন করেছেন।

অন্যদিকে, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে দেশে ফেরত আসছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply