দ্বিতীয় সপ্তাহে গড়ালো ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন

|

দ্বিতীয় সপ্তাহে গড়ালো ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন। সোমবার সকালেও গাজা উপত্যকায় চালানো হয় অর্ধ-শতাধিক বিমান হামলা। আজকের হামলার লক্ষ্যবস্তু ফিলিস্তিনের সেনাবাহিনী এবং নিরাপত্তা বহরের ঘাঁটি।

এছাড়া গাজার বেশ কিছু খালি জায়গায়ও ছোঁড়া হয় গোলা। আবাসিক এলাকার একটি ৪তলা ভবন ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবশ্য এখনো হতাহতের খবর জানা যায়নি। আগ্রাসন শুরুর পর রোববার সবচেয়ে রক্তক্ষয়ী-প্রাণঘাতী দিন দেখেছে ফিলিস্তিন। একদিনেই ইসরায়েলি বর্বরতার শিকার হয় ৪২ জন। সবমিলিয়ে প্রাণহানি দু’শোর কাছাকাছি যার মাঝে ৫৮ জনই শিশু।

প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট ছোঁড়ে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটিকে রুখতে এখনই যুদ্ধবিগ্রহ শেষ করার কোন পরিকল্পনা নেই, এমন হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply