গ্রানাডাকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

|

স্প্যানিশ লিগে গ্রানাডাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা রেসের জন্য শেষ দুই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের উপর চাপ বজায় রাখলো রিয়াল মাদ্রিদ।

লা লিগায় সেভিয়ার সাথে ড্র করায় এক ম্যাচ কম খেলে শীর্ষ দল অ্যাটলেটিকোর সাথে ৫ পয়েন্ট পিছিয়ে পড়েছিলো রিয়াল মাদ্রিদ। তাইতো শিরোপা রেসে টিকে থাকতে গ্রানাডার বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ১৭ মিনিটে লিড নেয় রিয়াল। ১৯ বছর বয়সি লেফট ব্যাক মিগেল গুতিয়েরের দুর্দান্ত অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন লুকা মড্রিচ। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করলে রিয়ালকে ২-০ লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

৭১ মিনিটে এক গোল শোধ দেয় গ্রানাডা। হোর্হে মলিনার এই গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় কয়েকদিন আগেই বার্সাকে হারানো দলটি। তবে চার মিনিট পর রিয়ালের হয়ে তৃতীয় গোল করে সেই শঙ্কাকে গুড়িয়ে দেন ওরডিজোলা। আর ৭৬ মিনিটে কারিম বেনজিমার দুর্দান্ত স্ট্রাইকে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply