চীনে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন ১৮ ইমাম: বিবিসি ও উইঘুর রাইটস গ্রুপের রিপোর্ট

|

জিনজিয়াং প্রদেশে ২০১৪ সাল থেকে কমপক্ষে ৬৩০ মুসলিম ইমামকে আটক করেছে চীন সরকার। গতকাল বুধবার (১২ মে) উইঘুর রাইটস গ্রুপ জানায় এ তথ্য।

বিবিসি এবং মানবাধিকার সংগঠনটির যৌথ প্রতিবেদনে বলা হয়, কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন ১৮ ইমাম। বর্তমানে ডিটেনশন সেন্টারে রয়েছেন তিন শতাধিক। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানো, সামাজিক কাঠামো লঙ্ঘন এবং বিচ্ছিন্নতাবাদ উস্কে দেয়ার অভিযোগ আনে সরকার।

পাঁচ থেকে ২০ বছর মেয়াদী কারাদণ্ড ভোগ করছেন সবাই। অপরাধ বিবেচনায় ১৪ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

প্রতিবেদন অনুসারে, গত ৭ বছরে ধর্মপ্রচারের সাথে সংশ্লিষ্ট এক হাজার ৪৬ জন মুসলিমকে আটক করা হয়েছে যাদের প্রায় সবাই উইঘুর সম্প্রদায়ের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply