অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ভারতে ১১ জনের প্রাণহানি

|

ভারতের অন্ধ্র প্রদেশের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় প্রাণ হারালেন কমপক্ষে ১১ করোনা রোগী। গতকাল সোমবার (১০ মে) গভীর রাতে তিরুপতি শহরের রুইয়া হাসপাতালে ঘটনাটি ঘটে।

সেদেশের গণমাধ্যম জানায়, হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন রিফিলের সময়ই ঘটেছে বিপত্তি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের। আইসিইউতে সহযোগিতার জন্য দৌড়ে যান চিকিৎসক-নার্সরা। তবে তাদের চেষ্টার পরও প্রাণে বাঁচানো যায়নি মুমূর্ষু রোগীদের। হাসপাতালটিতে কমপক্ষে ৭০০ করোনা রোগীর চিকিৎসা চলছে।

মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই গাফিলতির সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply