কাবুলে স্কুলে গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৫৮

|

কাবুলে স্কুলে গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৫৮

কাবুলের স্কুলে চালানো বোমা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮ জনে। হাসপাতালে চলছে দেড় শতাধিক আহতের চিকিৎসা।

নিরাপত্তা বাহিনীর দাবি, কয়েকদফা বোমা বিস্ফোরণের মূল টার্গেট ছিলো ‘দাশত-ই-বারসি’ এলাকা। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের বসবাস। নারী শিক্ষার্থীদের একটি স্কুলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখনো হাসপাতাল এবং মর্গগুলো থেকে মরদেহ সংগ্রহ করছে পরিবার-স্বজনরা। খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজদের।

ডাক্তারদের শঙ্কা, বাড়তে পারে নিহতের সংখ্যা। কোন তথ্য-প্রমাণ না থাকলেও ভয়াবহ হামলাটির জন্য সরাসরি তালেবানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এদিকে হামলার কঠোর নিন্দা জানিয়ে দায়ভার অস্বীকার করেছে তালেবানও।

১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে কর্মরত সব মার্কিন সেনাদের ফেরানোর কার্যক্রম শুরুর পরই বাড়লো হামলার পরিমাণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply