করানোয় নেগেটিভ ফল এসেছে টাইগারদের

|

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে থাকা ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ দিতে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। টেস্ট সিরিজ খেলে শ্রীলঙ্কা থেকে দেশে আসা ক্রিকেটারদের সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার ভাড়া বিমানে দেশে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দর থেকেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। শুরুতে ১৪ দিন হোম কোয়ারেন্টিন করার কথা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ দিতে কোয়ারেন্টিন শিথিলের আবেদন করেছিল বিসিবি। করোনা পরীক্ষার শর্তে তাতে সায় দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আসছে ২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ।

ইদের কারণে ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে। ১৮ মে থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে আবারও। তবে সাকিব আর মোস্তাফিজের কোয়ারেন্টাইন কমানোর ব্যপারটি বেশ ভাবাচ্ছে। এই দুজন ভারত থেকে আসায় সে ব্যাপারে এখনো স্বাস্থ্য অধিদপ্তরের সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। তবে ইদের পরে সাকিব মোস্তাফিজকে সাথে নিয়েই যেন কাজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply