করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের ২৯২ কোটি টাকা প্রণোদনা দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

|

করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের ২৯২ কোটি টাকা প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রোববার (৯ মে) দুপুরে মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রণোদনার টাকা ফেরত দিতে হবে না । খামারিরা যাতে ঘুরে দাঁড়াতে পারে এজন্য এই প্রণোদনা দেয়া হবে বলে জানান তিনি।

শ ম রেজাউল করিম আরও বলেন, করোনায় যারা বিদেশ থেকে ফেরত এসেছেন তাদেরকেও আলাদা প্রণোদনা দেয়া হবে। গত বছর ভ্রাম্যমান বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ২০০ কোটি টাকার দুধ ডিম ও মাছ মাংস বিক্রি করা হয়েছে। বাজার দরের চেয়ে কম দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে মন্ত্রণালয় সাবসিডি দিচ্ছে। করোনাকালীন সময়ে যাতে মানুষ স্বাস্হ্য ঠিক রাখতে পারে।

পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ঢাকাসহ সব জেলায় নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয় করা হবে বলেও জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply