জামালপুরে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

|

জামালপুরে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা। শুক্রবার দুপুরে মেলান্দহ উপজেলার উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন থুরী কুঠের বাজার গ্রামের কৃষকরা।

মানববন্ধনে কৃষকরা বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় ৬০ কি.মি. প্রস্থ ও ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল খনের কাজ শুরু করেছে। এতে ওই এলাকার অনেক আবাদি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে। ফলে চাষাবাদের জমি হারিয়ে সর্বস্বান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেক কৃষক।

মানববন্ধনে কৃষকরা জমির মালিকদের সাথে কথা না বলেই খান খনন শুরু করায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ, মোহাম্মদ জালাল উদ্দিন লাঞ্জু, আব্দুল হক প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply