তিন ঘণ্টা আগেই বিএনপির কর্মসূচি শেষ

|

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ অনশন করেছে বিএনপি। প্রথমে চারটা পর্যন্ত কর্মসূচি করার কথা বলা হলেও পরে তা দুপুর একটাতেই শেষ করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা যাবে না। এর আগে সকাল দশটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা। এসময়, চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। নেতাকর্মীদের অভিযোগ, মিথ্যা-সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়েছে সরকার। গণ-আন্দোলন করে নেত্রীকে মুক্ত করার প্রত্যয় জানান তারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগের দু’দিন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply