মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে—এমন দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের। স্যাটেলাইট ছবি থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে সংস্থাটি জানায়, রাখাইনের উত্তরাঞ্চলে অন্তত ১০টি এলাকায় আগুন দেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, বৃহস্পতিবার রাতের সহিংসতার পরই নির্বিচারভাবে আগুন দেয়া হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়িতে। এমন সহিংসতার সব দায় সন্ত্রাসীদের ওপর না চাপিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ওদিকে নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করা গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, সেনা নিপীড়ন বন্ধ না হলে, মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply