ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ

|

ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গেল সোমবার আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ৮৭ শতাংশে না আসা পর্যন্ত তারা কোনো ঋণ বিতরণ করতে পারবে না। ব্যাংকটির আমানত প্রায় ৪৩ হাজার কোটি টাকা। আর ঋণ দেওয়া হয়েছে, ৪১ হাজার কোটি টাকা। ব্যাংকটির শীর্ষ ২০ ঋণগ্রহীতার তথ্যও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ব্যাংকটি যদি ঋণ-আমানত অনুপাত ৮৭ শতাংশে নামিয়ে এনে ঋণ দিতে চায়, তাহলেও ঋণে ১০ শতাংশের বেশি বার্ষিক প্রবৃদ্ধি হতে পারবে না। এছাড়া, ব্যাংকটিতে উপদেষ্টা, পরামর্শক ও ব্যবস্থাপনা পরিচালকের নিম্নতর দুই পদে নিয়োগ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply