মার্ভেল কমিকসের ‘আয়রন ম্যানের’ দেখা মিলছে বাস্তবেই!

|

এবার সুপারহিরোদের মতো উড়ে বেড়ানোর পোশাক জেটস্যুট ব্যবহার করতে যাচ্ছে ব্রিটিশ রয়্যাল মেরিন। যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে এই পোশাক পরে প্রশিক্ষণে অংশ নেন মেরিন সেনারা। সমুদ্রে যেকোনো লড়াই বা অভিযানে এই পোশাক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে উৎপাদক প্রতিষ্ঠান গ্র্যাভিটি ইন্ডাস্ট্রি।

এ যেন মার্ভেল কমিকসের আয়রন ম্যানের দেখা মিলছে বাস্তবেই। জেটস্যুট নামের পোশাক পরে সাগর বা নদীতে উড়ে উড়েই তাড়া করা যাবে শত্রুকে।

দ্রুততম সময়ে টার্গেট জলযানের কাছে পৌঁছাতে জেটস্যুট ব্যবহারের পরিকল্পনা ব্রিটিশ মেরিন সেনাদের। সমুদ্রে বিপদে পড়া কোনো মানুষকে মুহূর্তের মধ্যে উদ্ধারেও সহায়তা করবে এই প্রযুক্তি।

জেটস্যুটে থাকে ৫টি ছোট আকারের জেট ইঞ্জিন। ঘণ্টায় ৩২ মাইল গতিতে ১২ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় ওঠা যাবে এটি ব্যবহার করে।

এর ব্যবহারে জলদস্যুবিরোধী অভিযান বা অন্য যেকোনো লড়াই আরও সহজ হবে বলে দাবি নৌসেনাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply