নন্দীগ্রামের ফল নিয়ে বিভ্রান্তি; আনন্দবাজার বলছে, দিদি নন, জিতেছেন ‘দাদা’ শুভেন্দু

|

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন ‘শেষ হয়েও হইলো না শেষ’। সবশেষ নির্বাচনের ‘হট ব্যাটেলফিল্ড’ নন্দীগ্রামের ফল নিয়ে চরম বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতেই মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সবশেষ পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারে সন্ধ্যায় জানিয়েছে, দিদি নয়, নন্দীগ্রামে জয় হয়েছে মমতার এক সময়ের সহযোগী ‘দাদা’ শুভেন্দুর।

এর আগে, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো নন্দীগ্রামে মমতার জয়ের কথা জানিয়েছিল।

আনন্দবাজার জানিয়েছে, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তারপরই ১ হাজার ৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। গণমাধ্যমটির কাছে শুভেন্দু জানিয়েছেন, ১৬২২ ভোটে জিতেছি আমি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারপর নাকি নন্দীগ্রামে হেরে যাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছে মমতা। তিনি বলেন, নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব। তবে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তার অভিযোগ, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।

তবে নিজের হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি বলেন, বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।

এর আগে, ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে দুপুরে বেশ কিছুক্ষণ ভোটগণনা বন্ধ ছিল সেখানে। এরপর থেকেই নন্দীগ্রামের ফল নিলে তৈরি হতে থাকে বিভ্রান্তি। আনুষ্ঠানিক ফল পেতে লাগতে পারে আরও খানিকটা সময়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply