লকডাউনে খাদ্যের খোঁজে লোকালয়ে শ’য়ে শ’য়ে বানর

|

লকডাউনে খাবার সংকটে পড়েছে সিলেটের একটি মাজারের কয়েকশ’ বানার। সিলেট নগরীর আম্বরখানায় এই মাজারে শত বছরেরও বেশি সময় ধরে বানরের আবাস। ভক্ত ও পর্যটকদের দেয়া খাবারই একমাত্র ভরসা এই বানরগুলোর। কিন্তু করোনায় সর্বাত্মক লকডাউন ও জনসমাগমে নিষেধাজ্ঞার কারণে একবছর ধরে দর্শনার্থী না থাকায় খাবারের যোগান নেই প্রাণীগুলোর।। সংকট কাটাতে এক বছর ধরে শুধু পরিকল্পনাই করছে সিটি করপোরেশন ও বন বিভাগ।

বেঁচে থাকার সংগ্রামে প্রতিদিনই খাবারের সন্ধানে নগরীর বাসা বাড়িতে হানা দিচ্ছে ক্ষুধার্ত বানরের দল। আক্রমণ করছে রাস্তা দিয়ে হেঁটে চলা লোকজনের ওপরও।

সিলেট সিটি করপোরেশন বন বিভাগের পরামর্শে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও এসব বানরের খাদ্য সহায়তায় জন্য কোনো বরাদ্দ না থাকার তথ্য জানায় বনবিভাগ। পরিবেশ কর্মীরা বলছেন, এই সংকটময় পরিস্থিতিতে এসব প্রাণীর খাবারের চাহিদা মেটাতে দায় এড়াতে পারে না বন বিভাগ ও সিটি করপোরেশন।

বানরগুলোর খাদ্য সংকট দূর করতে সংশ্লিষ্টরা দ্রুত মানবিক পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা নগরবাসীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply