প্রাইভেটকার-মাইক্রোবাসে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন যাত্রীরা

|

লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেটকার-মাইক্রোবাসে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন যাত্রীরা। রাজধানীর গণপরিবহনের কাউন্টারগুলোর সামনে থেকেই ছাড়া হচ্ছে এসব গাড়ি।

কাউন্টার সংশ্লিষ্টরা বলেছেন, টানা লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে বাধ্য হয়ে মাইক্রোবাসে-প্রাইভেটকারে করে যাত্রী পরিবহন করছেন। তবে স্থানীয় পুলিশকে ম্যানেজ করে যাত্রী পরিবহন করা হয় বলে স্বীকার করেন কেউ কেউ।

বাড়তি ভাড়া দিতে হলেও প্রয়োজনের তাগিদে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে বলে জানান যাত্রীরা। এদিকে পহেলা মে ও শনিবার হওয়ার কারণে অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষ ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম। তবে যারা প্রয়োজনের তাগিদে বের হয়েছেন তাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply