ব্রাজিলে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪ লাখ

|

ব্রাজিলে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪ লাখ

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে করোনায় প্রাণহানি ৪ লাখ ছাড়ালো। মহামারিতে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪ জনের।

নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৬৯ হাজারের বেশি। সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২ লাখের কাছাকাছি। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার ছুঁইছুই। নতুন নতুন ভ্যারিয়েন্টের বিস্তারে অধিক হারে আক্রান্ত হচ্ছে তরুণরা। গুরুতর অসুস্থও হচ্ছে তাদের বড় অংশ।

তবে সংক্রমণ-মৃত্যুর ভয়াবহতার পরও চলাচলে বিধিনিষেধ বা কড়াকড়ি আরোপে নারাজ প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। টিকা সরবরাহেও ধীরগতি। এখন পর্যন্ত মাত্র ৬ শতাংশ মানুষ পেয়েছে দুই ডোজ ভ্যাকসিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply