সীমান্তে আটকে পড়া অনেকেই বিশেষ অনুমতি নিয়ে যাচ্ছে ভারত

|

সীমান্তে আটকে পড়া অনেকেই বিশেষ অনুমতি নিয়ে যাচ্ছে ভারত

সীমান্ত বন্ধের ফলে বাংলাদেশে আটকে পড়া অনেকে আজ বিশেষ অনুমতি নিয়ে ভারত যাচ্ছেন। ওপার থেকেও আসছেন বাংলাদেশিরা।

আখাউড়া বন্দর দিয়ে ৬৩ জন, বেনাপোল দিয়ে ৫৮, আর বুড়িমারি দিয়ে ৭ জনের আজ ভারত যাবার কথা। যাদের অধিকাংশই শিক্ষার্থী। তারা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে ভারত যাচ্ছেন।

এছাড়া ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া কয়েকজন দেশে ফিরেছেন। অবশ্য তাদের প্রত্যেকেরই আরটিপিসিআর সনদ নেগেটিভ থাকতে হচ্ছে। দেশে আসার পর প্রত্যেককেই নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply