বর্তমান দলের ভবিষ্যত খুবই ভালো: সুজন

|

খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হলেও জয় পাওয়া অসম্ভব ছিলো না বাংলাদেশের জন্য। এমটাই মনে করেন খালেদ মাহমুদ সুজন। সুজন বলেন, বাংলাদেশ দল যদি প্রথম ইনিংসে দ্রুত রান করতে পারতো সেই সাথে বোলিং ও ফিল্ডিং ভালো করতে পারতো, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য রকমও হতে পারতো। অর্থ্যৎ প্রতিপক্ষকে কোন চাপে ফেলতে পারেনি বাংলাদেশ।

সুজন বলেন, প্রথম ইনিংসের পঞ্চম উইকেটে যদি আমরা দ্রুত রান সংগ্রহ করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো রেজাল্টের জন্য আমরা খেলতে পারতাম। তবে এটা ঠিক আমরা চাপে ছিলাম। গেল কয়েকটি টেস্ট সিরিজে আমরা একেবারেই ভালো করতে পারিনি তাই এই ম্যাচে ড্র পাওয়াটাই একটি অর্জন ধরে নেওয়া যায়।

সুজনের বিশ্বাস এই দলটি যথেস্ঠ ব্যালেন্সড একটি দল। এরা ভবিষ্যতে খুবই ভালো করবে। তাই এই দলের উপর আমরা ভরসা করতে পারি। দলের প্রতিটি খেলোয়াড়ই বেশ আত্মবিশ্বাসী। আশা করছি দ্বিতীয় টেস্টে দারুণ কিছু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply