কবি সামতান রহমানের নতুন বই

|

গতবছর তরুণ কবি সামতান রহমানের ‘অন্ধ রাখালের চোখ’ গ্রন্থটি সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছিল। যেখানে কবিতায় একজন অন্ধ রাখালের জবানীতে উঠে এসেছিল চিরন্তর ভাবনা ও সাম্প্রতিক প্রসঙ্গের আভাস। এবার অমর একুশে গ্রন্থ মেলায় বের হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘হর্সলুক পার্লার’ । প্রকাশক : তিউড়ি, বিনিময় মুল্য : ২০০ টাকা।

এখানে স্থান পাওয়া কবিতাগুলো বিগত এক বছরে লেখা। প্রথম কাব্যগ্রন্থের সিরিয়াস ভাবধারা ভেঙে এই বইয়ে চরম কৌতুকময় হয়ে উঠেছেন সামতার। তিনি এটিকে বলছেন কবিতা/স্যাটায়ার কবিতা/ইন্টেলেকচুয়াল কমেডি বা অন্য কিছু…। কবি যাই বলুন না কেনো, ভাষার রসবোধে এখানকার কবিতাগুলো সময়, পরিবেশ ও তার উপাদান অর্থে মানুষকে ভিন্নভাবে দেখার উস্কানি দেবে। বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাইলেও হেয়ালিপূর্ণ জবাব দেন সামতান। তিনি বলেন- বইটিতে সার্বিক স্থিতি গতি ও পরিস্থিতির অবস্থা, অবস্থান ও আয়নাগিরি থাকায়; প্রকাশের ক্ষেত্রে নিকট অগ্রজ (বয়সে) ও সমসাময়িকদের মধ্য থেকে একটা বড় অংশের নিরব অথচ প্রভাববিস্তারি প্রতিবন্ধকতা অনুভব করেছি, করছি!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply