অপরিকল্পিত লকডাউনে দেশকে কঠিন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে সরকার: ফখরুল

|

অপরিকল্পিত লকডাউনে দেশকে কঠিন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে সরকার: ফখরুল

অপরিকল্পিত লকডাউনের ফলে দেশকে কঠিন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একেক সময় একেক সিদ্ধান্তের ফলে সারা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে।

শনিবার দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, করোনা সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থল যোগাযোগ বন্ধ করা দরকার। এছাড়া সরকারের বিরুদ্ধে করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের ভুল সিদ্ধান্তে করোনা পরিস্থিতি লেজে-গোবরে হয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের এককালীন ১৫ হাজার টাকা করে দেয়াসহ ৭ দফা দাবি জানান ফখরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply