উখিয়ায় ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তিন সদস্য আটক

|

কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৮’শত ইয়াবা ও জাল টাকাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর তিন সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ এবং কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যক্তিগত কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে আর্মড পুলিশ। পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন এর সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়।

পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ১৮শত ইয়াবা ও জাল টাকাসহ তাদের আটক করা হয়। রাতে আটক ৩ পুলিশ সদস্যকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

৮ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ শিহাব কায়সার খান আজ দুপুরে জানান, ইয়াবাসহ আটক ৩ পুলিশ সদস্যকে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply