বিক্রয়কর্মীকে চড় মারায় স্ত্রী’র হয়ে অবশেষে ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত

|

বিক্রয়কর্মীকে চড় মারায় স্ত্রী'র হয়ে অবশেষে ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত

কাপড়ের দোকানের বিক্রয়কর্মীকে চড় মারার ঘটনায় অবশেষে স্ত্রী’র হয়ে ক্ষমা প্রার্থনা করলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, স্ত্রীর অগ্রহণযোগ্য আচরণে আন্তরিকভাবে দুঃখিত রাষ্ট্রদূত পিটার লেশওয়ার। ষাটোর্ধ্ব স্ত্রী জিয়াং জুয়েকিউ’র হয়ে ক্ষমাও প্রার্থণা করেছেন তিনি।

দূতাবাসের দাবি, স্ট্রোক করার কারণে হাসপাতালে চিকিৎসাধীন কূটনীতিকের স্ত্রী। সুস্থ হলেই তিনি পুলিশি তদন্তে সহায়তা করবেন।

গেলো ৯ এপ্রিল সিউলের একটি দোকানে কেনাকাটা করেন জিয়াং। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকটি কাপড় ট্রায়াল দিয়ে বেরিয়ে যান তিনি। অর্থ পরিশোধ না করেই পোশাক নিয়েছেন- এ অভিযোগে তাকে চ্যালেঞ্জ করেন কর্মচারী। ক্ষুব্ধ হয়ে, চড় মেরে বসেন রাষ্ট্রদূতের স্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply