বরগুনায় ডায়রিয়ার রোগী ২ হাজার ছাড়ালো

|

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেনারেল হাসপাতালে একের পর এক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক বিছানাপত্র না থাকায় মেঝেতে ঠাঁই নিয়েছেন অনেকে। চিকিৎসক, নার্স, পরিচ্ছন্ন কর্মী সংকটে রোগীদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

বরগুনা জেনারেল হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭৯ জন রোগী আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া বিভাগে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪০ জন। এর মধ্যে অনেকেই নারী ও শিশু।

মার্চের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। প্রথম সপ্তাহে গড়ে ২৫-৩০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। গত দু’সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে ১০০ জনে পৌঁছায় এবং সবশেষ ৩/৪ দিন ধরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে ১৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ২১৫৩ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতাল থেকে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জানুয়ারি থেকে আজকে ২১ এপ্রিল পর্যন্ত জেলায় ৫ হাজার ১৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের সূত্রমতে মৃত্যুর সংখ্যা ২ হলেও আজ পর্যন্ত বেসরকারি হিসেবে মৃত ৫। এরমধ্যে বেতাগীতেই মারা গেছে ৩ জন।

বরগুনার স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, গরমের মৌসুম শুরু হওয়ায় ও বিশুদ্ধ পানি ব্যবহার না করায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অনেক স্যালাইন অনুদান পাওয়া গেছে, তা দিয়ে চিকিৎসা সেবা চলছে। জনবল সংকটের কারণে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে স্বল্প সংখ্যক জনবল নিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply