রাজধানীর সড়কে বেড়েছে গাড়ি চলাচল

|

দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির পর রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ি, রিকশা, অটো রিকশার চলাচল আরও বেড়েছে।

বুধবার সকালে নগরীর অনেক ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যানজটও তৈরি হয়। লকডাউনে চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বসানো পুলিশের চেকপোস্টে তৈরি হচ্ছে যানজট। চেকপোস্টের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।

এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় পরিবহন সংকটেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে অধিকাংশ মানুষ মাস্ক পরলেও কারো কারো মধ্যে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা গেছে।

মুভমেন্ট পাস নিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, বেশিরভাগই যৌক্তিক কারণে পাস নিয়েছেন। তবে তুচ্ছ কারণেও ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply