জর্জ ফ্লয়েড হত্যায় সেই পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

|

বিরল-যুগান্তকারী এক রায় দেখলো যুক্তরাষ্ট্র! কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন।

মঙ্গলবার ১২ সদস্যের জুরিবোর্ড এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। একদিন আগেই উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। জুরিবোর্ড রায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে একটি হোটেলে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। সর্বসম্মত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত জুরি সদস্যরা বেরোতে পারবেন না- আগেই এমনটা বলা হয়।

গত তিন সপ্তাহ ধরে চলছিলো চাঞ্চল্যকর বিচার প্রক্রিয়া। যাতে ৯ মিনিট হাঁটু দিয়ে চেপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং হত্যাচেষ্টার দায়ে অপরাধী সাব্যস্ত করেন জুরিবোর্ড।

গেলো বছর মে মাসে জালনোট ব্যবহারের দায়ে জর্জ ফ্লয়েডকে পাকড়াও করে মিনিয়াপোলিস পুলিশ। সেসময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ফুঁসে উঠে যুক্তরাষ্ট্র। শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply