সৌদি-পাকিস্তান নৌ মহড়া শুরু

|

রাজকীয় সৌদি বিমান বাহিনীর অংশ গ্রহনসহ সমুদ্র যুদ্ধের অত্যাধুনিক সব মারণাস্ত্রের বহর নিয়ে আরব সাগর তীরবর্তী দেশ সৌদি আরব ও পাকিস্তান নৌ মহড়ায় নেমেছে।

রবিবার আরব সাগরে অবস্থিত কিং আব্দুলআজিজ নৌ ঘাটিতে (কেএএনবি) এ যৌথ নৌ মহড়া শুরু হয়।

রাজকীয় সৌদি নৌ বাহিনী’র (আরএসএনএফ) পূর্বাঞ্চলীয় বহরের রিয়ার অ্যাডমিরাল লাফি বিন হুসেন আল-হারবি বলেন, “দু’দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যুদ্ধ প্রস্তুতির উন্নয়ন, এবং সহযোগিতা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজকীয় সৌদি বিমান বাহিনীর পাশাপাশি এই মহড়ায় এক ঝাক সৌদি ও পাকিস্তানি নৌ জাহাজ, এবং উল্লম্ব উড্ডয়ন সক্ষম (ভিটিওএল) বিমান অংশ নিচ্ছে।”

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী মুসলিম সেনা জোটের কমান্ডার-ইন-চিফ হচ্ছেন পাকিস্তানের সাবেক সেনা প্রধান রাহেল শরীফ। বাংলাদেশও এই জোটের সদস্য।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply