ইতালিতে চালু হলো কোভিড-ফ্রি রেল সেবা

|

ইতালিতে চালু হলো কোভিড-ফ্রি রেল সেবা

ইতালিতে চালু হলো কোভিড-ফ্রি রেল সেবা। রাজধানী রোম থেকে মিলানে চলবে উচ্চ-গতিসম্পন্ন ‘ফ্রেইচ্চারোসা’ ট্রেনটি।

শর্ত একটাই- ট্রেনে চড়ার আগে নিশ্চিত করতে হবে প্রত্যেক যাত্রীর নেগেটিভ রিপোর্ট। সে জন্য, স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস টার্মিনালেই বসিয়েছে অ্যান্টিজেন টেস্টের কেন্দ্র। যেখানে বিনামূল্যে যাত্রী, ট্রেনের কর্মকর্তা এমনকি পথচারীরাও নমুনা পরীক্ষা করাতে পারবেন। ফল পাওয়া যাবে মাত্র ২০ মিনিটে। তালিকা থেকে বাদ পড়বেন না ভ্যাকসিন গ্রহণকারীরাও। যাদের শরীরে মিলছে করোনাভাইরাস, তাদের টিকেটের পুরো দাম মিটিয়ে দিচ্ছে রেল কোম্পানি।

একইসাথে চিকিৎসকের পরামর্শ নেয়ারও তাগিদ দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। মূলত কোভিড পরবর্তী স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতেই এ উদ্যোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply