৭১ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

|

৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি রূশ বিমান। মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৪০ কিলোমিটার দূরে রমেনস্কোয়ে শহরে বিমানটি বিধ্বস্ত হয়। রোববার মস্কোর দ্বিতীয় বৃহত্তম ওই বিমানবন্দর থেকে ‘আন্তোনোভ এএন-১৪৮’ বিমানটি ছেড়ে যাওয়ার পর এই দূর্ঘটনা ঘটে। মস্কো থেকে বিমানটি ওরস্ক শহরে যাচ্ছিল। এসময় বিমানটিতে ৬৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

আশঙ্কা করা হচ্ছে যাত্রীদের কেউই আর বেঁচে নেই। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

তবে দূর্ঘটনার কারণ পরিষ্কার নয়। রুশ যোগাযোগমন্ত্রী মাকসিম সোকোলোভ প্রতিকূল আবহাওয়া এবং পাইলটের ভুলসহ বিভিন্ন সম্ভাব্য কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আকাশ থেকে জ্বলন্ত অবস্থায় ভুপাতিত হয় বিমানটি। তুষারাচ্ছন্ন ভূমিতে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। বিমানটি মাত্র ৮ বছর আগের তৈরী। প্রথমে এটি দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করা হত।অবশ্য রাশিয়ায় প্রায়ই বিমান দূর্ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply