ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে যাচ্ছে ইরান

|

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে যাচ্ছে ইরান

পামাণবিক সক্ষমতা আরও বাড়াতে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে যাচ্ছে ইরান।

বিবৃতিতে এ তথ্য জানান, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরইমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইইএই’কে (IEAE) জানানো হয়েছে।

সম্প্রতি সাইবার হামলার পর ব্যপক ক্ষতির মুখে পড়ে নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজগুলো পরিবর্তনে পাশাপাশি বাড়তি আরও এক হাজার সেন্ট্রিফিউজ বসাবে ইরান। সেগুলো ৫০ শতাংশের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। পারমাণবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়। যদিও তেহরান বরাবরই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply