রুশ টিকা আনছে বিশ্বের সর্বাধিক ভ্যাকসিন উৎপাদক ভারত

|

রুশ টিকা আনছে বিশ্বের সর্বাধিক ভ্যাকসিন উৎপাদক ভারত

ভারতে তৃতীয় করোনা ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেলো রাশিয়ার তৈরি- স্পুটনিক ফাইভ। এপ্রিলের শেষ নাগাদ শুরু হবে সরবরাহ।

সেরাম ইনস্টিটিউটের তৈরি- কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আগেই প্রয়োগ হচ্ছিলো দেশটিতে। ভারতেই পাঁচটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাচ্ছে রুশ টিকার ডোজগুলো। দাবি, করোনা প্রতিরোধে ৯১ শতাংশের বেশি কার্যকর ভ্যাকসিনটি।

ফেব্রুয়ারি মাসে, জরুরি প্রয়োজনে ‘স্পুটনিক-ফাইভ’ ব্যবহারের অনুমোদন দেয়া হয়, যার স্বল্পসংখ্যক ডোজ বাজারে মিলবে চলতি মাসেই। বার্ষিক সাড়ে ৮ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। রোববারই ব্রাজিলকে টপকে সংক্রমণ শনাক্তের দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।

গেলো ২৪ ঘণ্টায়ও দেশটির এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের দেহে মিললো- করোনাভাইরাস। মৃত্যুবরণ করেছেন ৮৮০ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply