লকডাউন চলাকালীন বিদেশগামী কর্মীদের ফ্লাইট বন্ধ না করার আহ্বান বায়রা’র

|

লকডাউন চলাকালীন বিদেশগামী কর্মীদের ফ্লাইট বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বায়রা।

মঙ্গলবার সকালে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংস্থাটি।

ব্রিফিংয়ে জানানো হয়, পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়ায় ক্ষতির মুখে পড়েছে বিদেশগামী কর্মীরা। লকডাউনের ৭ দিনে প্রায় ২০ হাজার কর্মী বেশি দামে টিকিট কেটে কাতার, ওমানসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে কোয়ারেন্টাইন হোটেল বুকিং করেছে। এই অবস্থায় দেশে এবং বিদেশে কর্মক্ষেত্রে এসব প্রবাসীরা ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তারা।

আরও জানানো হয়, যেহেতু কর্মী গ্রহণকারী দেশগুলো কর্মী গ্রহণ বিষয়ে কোনো বিধি নিষেধ দেয়নি, তাই তাদের বিশেষ ফ্লাইটে বিদেশ পাঠানোর ব্যবস্থার আহ্বান জানান। লকডাউনে কলকারখানা খোলা থাকতে পারলে স্বাস্থ্য বিধি মেনে আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখাও সম্ভব বলে জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply