আবারও মাঠে গড়াচ্ছে পাকিস্তানের সুপার লিগ

|

আবারও মাঠে গড়াচ্ছে পাকিস্তানের সুপার লিগ। করোনার ফাঁদে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের এবারের আসর মাঠে গড়াবে ১ জুন।

করোনারা ফাঁদে পরে গত ৪ মার্চ বন্ধ হয়ে যায় পাকিস্তানের সুপার লিগ পিসিএলের চলমান মৌসুমের খেলা। অনির্দিষ্টকালের জন্য এই টুর্নামেন্ট বন্ধ করা হলেও প্রায় তিন মাস পর আবারও মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসছে জুন মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২০ জুন পর্যন্ত। করোনা যেন ক্রিকেটারদের উপর আক্রমণ করতে না পারে তার জন্য একটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো।

এই মাসের ২২ তারিখে বায়োবাবলে উঠবে দলগুলো। কোয়ারেন্টাইন ও তিন দিনের অনুশীলনের পর ১ জুন শুরু হবে টুর্নামেন্ট। পাকিস্তানের করাচীতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলি ম্যাচ। ১৬দিনে প্রথম রাউন্ডের মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার কারণে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে মাঠে গড়িয়েছিলও ১৪টি ম্যাচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply