অবশেষে বোতলজাত এলপি গ্যাসের দাম নির্ধারণ

|

ছবি : সংগৃহীত

অবশেষে বোতলজাত এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দিলো এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। বেসরকারি কোম্পানিগুলো বারো কেজির প্রতি বোতল বিক্রি করতে পারবে সর্বোচ্চ ৯৭৫ টাকায়। আর সরকারি প্রতি বোতলের দাম ৫৯১ টাকা ঠিক করে দিয়েছে কমিশন।

সোমবার সকালে ভার্চুয়াল প্রেস কনফারেন্স করে বোতলজাত এলপি গ্যাসের দাম ঘোষণা করেন কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল। বিদ্যুৎ ও পাইপ লাইনের গ্যাসের দাম সচরাচর বিইআরসি নির্ধারণ করলেও এলপিজি’র দাম এই প্রথম নির্ধারণ করলো নিয়ন্ত্রক সংস্থাটি।

চেয়ারম্যান বলেন, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে গ্রাহক কমিশনে অভিযোগ করতে পারেন। তবে অভিযোগ ছাড়া এ বিষয়ে তাদের কিছু করার নেই বলে জানান তিনি।

বর্তমানে সারাদেশে বারো কেজির প্রতি বোতল বিক্রি হচ্ছে এক হাজার একশ থেকে এক হাজার দুইশ টাকায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply